About Me

 আমি মো: আশরাফুল ইসলাম, পিতা: মো: শফিকুর রহমান, মাতা: মোছা: শাহিদা বেগম, জন্ম ১৯৮৫ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জন্ম গ্রহন করি।
 
ওয়েব বাজার বিডির প্রতিষ্ঠাতা আমি নিজেই তাই আমি সর্বদাই আমার গ্রহকের সুবিধা অসুবিধা লক্ষ রেখে কাজ করতে চাই। প্রতিষ্ঠাতার পাশা পাশি ওয়েব ডেপলোপার হিসাবে স্কুল ম্যানেজমেন্ট ও ওয়ার্ডপ্রেস থীম নিয়ে টুক টাক  কাজ করি আমি নিজেই।
 
আমার ওয়েব বাজার বিডি প্রতিষ্ঠানে অধীনে কিছু সংক্ষক গুরুত্বপূর্ণ ওয়েব ডেপলোপার একটি টিম কাজ করে তাই প্রয়োজন বোধে আপনি আমাদের মাধ্যমে কাষ্টমাইজ ওয়েব সাইট তৈরি করতে পারবেন। আমাদের সাইটে দেশের বিভিন্ন জেলা উপজেলার অনেক প্রতিষ্ঠান ওয়েবসাইট, অ্যাপ,ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছে।
 
আমরা অনেক কষ্ট এবং সাধনা করে আমাদের কাষ্টমারকে বা গ্রাহক পেয়েছি, যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে না দেখে বা আমাদের ওয়েব বাজার বিডি অফিসে না এসে শুধুমাত্র ওয়েব সাইট ভিজিট করে আমাদের কথায় বিশ্বাস করেছে তাদেরকে অসুংখ্য ধন্যবাদ। আমরা কখনেই তাদের তথ্য ওয়েব সাইটে লিংক শেয়ার করবো না। কারণ অনেক সুবিধা বাদী প্রতিষ্ঠান আছে সেই সমস্ত লিংক নিয়ে হ্যাংক বা তাদের তথ্য নিয়ে লোভনিয়ও অফার করে এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ঠ হয়। আরো অনেক অসুবিধা আছে। যাই হোক আপনার ডেমো পচ্ছন্দ হলে নিতে পারেন ইনশ্যাল্লাহ। আমি ছোট সেবা দেই কিন্তু যত্নসহকারে।
 

সফটওয়্যার নেওয়ার পর যদি কোন সমস্যা হয়, সেক্ষেত্রে ওয়েব বাজার বিডিতে কল দিয়ে জানিয়ে দিলে হয়তো তৎক্ষনিক সমস্যা সমাধান করতে না পারলেও আপনাকে ৭২ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান হবে ইনশ্যাআল্লাহ। সম্পূর্ণ ফ্রিতে।

ওয়েব বাজার বিডি থেকে প্রকাশিত গুগল প্লে-ষ্টোরে দুইটি অ্যাপ: ‘ডিজিটাল বাংলা‘ ও ‘ চাকুরির নিউজ‘।

 

সম্মানিত গ্রাহকবৃন্দ, আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল লিংক ও পেজ সব কিছুই ওয়েব সাইটে দেওয়া আছে, ফোন নাম্বার ০১৭১৭ ৪৫২৭৬৪, গুগল ম্যাপ এড করা আছে, সরাসরি আসতে পারেন অথবা সম্পূর্ন তথ্য আমাদের সর্ম্পকে জেনে তারপর সফটওয়্যার কিনুন। প্রতারিত হওয়ার আগে ভাল ভাবে জেনে বুঝে লেনদেন করুন। ধন্যবাদ

 আমাদের সম্পর্কে আরো জানুন 

বাংলাদেশ কারিগরি বোর্ডের অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র রয়েছে- যার প্রতিষ্ঠান কোড: ১৫০৬৮ ও ইআইআইএন নং: ১৩৬১৬০, অফিস ওয়েব সাইট: https://ghatit.com/about-us/ শুধু তাই নয় ২০০২ সাল থেকে অত্র এলাকায় সম্মানের সহিত আইটি কাজ পরিচালনা করে আসতেছি- তাই সব কিছু যাছাই করে তারপর আপনি আমাদের সার্ভিস গ্রহন করুন। এছাড়্রাও ২০০৭ সাল থেকে বিভিন্ন সময়ের আমার প্রতিষ্ঠানের কিছু তথ্য দেখুন:  গুগলে একবার ছাত্র/ছাত্রীর কিছু চিত্র দেখুন: গুগলে সার্চ দিন: ghatit.com photo-gallery অথবা সরাসরি লিংকে ক্লিক করুন: https://ghatit.com/photo-gallery/

 

সবকিছু যখন আপনার ভাল লাগবে তখন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন: আপনার কাজের কথা বলুন কি কি দরকার আপনার প্রতিষ্ঠানে- আমি কি আপনার চাহিদা পূরণ করতে পারবো, সেটার একটা লিষ্ট তৈরি করুন- এখন বলুন যখন সব মিলে গেল তখন আপনি সরাসরি গুগল মিটে লাইভে আমার কম্পিউটার থেকে সফটওয়ার নিয়ে আলোচনা করে তার পর- কিছু টাকা অগ্রিম দিয়ে কাজ শুরু করবো। যখন ফুল ওকে আপনার সফটওয়্যার তখন আপনি আবারো গুগল মিটে সব দেখে যখন দেখলেন যে ওকে তখন আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করে। আমি আপনার সাইটে আপলোড করে দিবো ।

Name Of Company Web Bazar BD
Year Established 2021
Type Of Company Proprietor Company
Business Function Website, Themes, Software, Server & Others
Founder Md. Ashraful Islam
CEO Md. Ashraful Islam
Corporate Address Kaliganj, Lalmonirhat, Rangpur, Bangladesh
Members Of N/A

 

 

Our Team Members

মো: আশরাফুল ইসলাম Director of webbazarbd