View:448
ওমিক্রন ঠেকাতে ফাইজারের নতুন টিকা পরীক্ষামূলক প্রয়োগে

জার্মান জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানিটির উদ্ভাবিত নতুন এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিএনএন।

এর আগে যে কয়টি কোভিড-১৯ টিকা উদ্ভাবনের পর বিশ্বে এখন প্রয়োগ করা হচ্ছে, তার একটি ফাইজার-বায়োএনটেকের তৈরি।

এখন তাদের নতুন টিকাটি কতটা নিরাপদ, মানবদেহে কতটা সহনী, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে কতটা পারঙ্গম, তা দেখতে ১৮ থেকে ৫৫ বছর বয়সী প্রায় দেড় হাজার জনকে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে।

দুই বছর আগে বিশ্বে নতুন করোনাভাইরাস মহামারী বাঁধিয়ে দেওয়ার পর গত বছরের প্রথম ভাগে আসে এই ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট, যাতে আক্রান্তের সঙ্গে মৃত্যু বেড়ে গিয়েছিল।

এরপর ব্যাপক টিকাদানের মধ্যে পরিস্থিতির যখন উন্নতি হচ্ছিল, তখন গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় দেখা দেয় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

এই ভ্যারিয়েন্টই এখন দাপট দেখাচ্ছে বিশ্বজুড়ে। তাতে আক্রান্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক মাসে বিশ্বে সাড়ে ৭ কোটি মানুষ আক্রান্ত হয়েছে, এই হারে বৃদ্ধি মহামারী শুরুর পর আগে কখনও ঘটেনি।

বিশেষজ্ঞরা যখন জানতে পারেন যে ওমিক্রন টিকার সুরক্ষাও ভেদ করতে পারছে, তখন তা বড় উদ্বেগ হয়ে দেখা দেয়।