View:400
ত্বকের ছোপ ছোপ দাগ দূর করতে প্রাকৃতিক উপাদান

শিবানী’জ অ্যারোমার কর্ণধার শিবানী দে বলেন, “কালো ছোপ ছোপ দাগ ‘পিগমেন্টেইশন’ এবং বাদামি রংয়ের দাগ ‘ফ্র্যাকল্জ’ হিসেবে পরিচিত। সাধারণত শুষ্ক ত্বকে এই ধরনের সমস্যা দেখা দেয় এবং শীতকালে এর মাত্রা বৃদ্ধি পায়।”

ত্বক ভালো রাখতে তা পরিষ্কার রাখা, সঠিক প্রসাধনী ব্যবহার এবং আর্দ্রতা রক্ষা করতে ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি রোদ ও চুলার কাছে যাওয়ার সময় সানব্লক ব্যবহার করার পরামর্শ দেন এই রূপ-বিশেষজ্ঞ।

উপকরণ

কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, টমেটো, কিশমিশ ভেজানো পানি, কাঠ-বাদামের তেল, কফির গুঁড়া, ল্যাভেন্ডার এনেশল অয়েল এবং অ্যালো ভেরার জেল।

তৈরির পদ্ধতি