আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের সকল ছোট, বড় শিক্ষা প্রতিষ্ঠান যেন আধুনিক ও মানসমস্ত ডিজিটালকরণ করতে পারে সে জন্য স্বাল্প মূল্যে সব সার্ভিস
আসসালামু আলাইকুম- দেখুন ফুল দাম যে দেওয়া থাকবে সেটার উপর কিছু কম নেওয়া যাবে। যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভাল না থাকে আপনার প্রতিষ্ঠানের। আর যখন অফার থাকবে তখন দাম কম হবে না। কারন আমরা ভেবে চিন্তে লাইভ টাইম সার্পোটের কথা চিন্তা করে কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের ওয়েব বাজার বিডির নিজস্ব সফটওয়্যার তাই এটি অন্য কোথায় পাবেন না হয়তো এটার চেয়ে ভাল পাবেন কিন্তু এটা না। তাই কোথাও থেকে কিনে আপনাকে দিচ্ছি না। আমাদের সর্ম্পকে জেনে বুঝে তারপর সফটওয়্যার নিন
জি, এসএমএস এর জন্য আপনাকে আগে রেজিষ্ট্রেশন করতে হবে। NID আপনার লাগবে, সাথে অফেরত যোগ্য ১৫০০টাকা নন মাস্কিং এর জন্য দিতে হবে। এর পর আপনি রিচার্জ বিকাশ/নগদ ইত্যাদির মাধ্যমে করে তখন এসএমএস পাঠাতে পারবেন। প্রতি এসএমএস ৩৫ পয়সা করে কাটবে। এটা পরিবর্তন হবে তখন যখন btcl এর নতুন আদের্শ আসবে।
আপনার প্রতিষ্ঠানের নামে অবশ্যই ডোমিন ও হোষ্টিং লাগবে।
সব প্রথম আপনাকে একটা ডোমিন হোষ্টিং লাগবে যেটা আপনি নিজে ক্রয় করে দিতে পারেন অথবা আমাদের মাধ্যমে নিতে পারেন, এরপর প্রতিষ্ঠানের লগো, নাম ইত্যাদি দিলেই হবে।
ভাই পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান গুলো অনলাইনে যে কোন জায়গা থেকে কাজ করা যায় সেগুলো ডোমিন হোষ্টিং এ থাকে। ডোমিন কি? ডোমিন হচ্ছে- আপনার প্রতিষ্ঠানের নাম – যেমন– ঢাকা বিশ্ববিদ্যালয় এর একটা ডোমিন আছে যেমন (www.du.ac.bd) এখানে ভিজিট করলে সব পাওয়া যায় তথ্য) আর হোষ্টিং কি জিনিস? হোষ্টিং হচ্ছে সকল তথ্য গুলো জমা রাখা হয়। সেটাকে হোষ্টিং বলে। সহজ ভাষায়। আরো ভাল জানতে আপনি ইউটিউবে ডোমিন হোষ্টিং কি ? লিখে সার্চ দিন বিস্তারিত জানতে পারবেন ইনশ্যাল্লাহ।
ভাল মানের ডোমিন হোষ্টিং আপনি নিজে কিনে দিতে পারেন- 1. https://www.dhakawebhost.com/ 2. https://www.namecheap.com/ আপনার আগে কেনা থাকলে সফটওয়্যার সেটআপ করে দিতে পারবো ইনশ্যাল্লাহ। আমাদের মাধ্যমে কিনতে পারেন। সেটা আলোচনার মাধ্যমে
না, একটি প্রতিষ্ঠানের জন্য লাইন্সেস নিলে একটি প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে। একাধিক প্রতিষ্ঠানের জন্য আলোচনা করে নিতে পারেন।
না, আমরা শুধু এককালীন ফি নিয়েই সফটওয়্যার দিচ্ছি লাইভ টাইম, আর কোন খরচ নেই।
দেখুন আমাদের সফটওয়্যার নিলে তেমন কোন সমস্যা হয় না। তারপরও যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ফ্রিতে সেবা পাবেন ইনশ্যাল্লাহ।
যেহেতু আমরা সারা বাংলাদেশে সফটওয়্যার অনলাইনের মাধ্যমে দিয়ে আসতেছি। সেক্ষেত্রে আপনি টিম ভিউয়ার, গুগল মিট, এ্যানিডেস্ক ইত্যাদির মাধ্যমে সাপোর্ট পাবেন। ইনশ্যাল্লাহ।
আমাদের সফটওয়্যার ধারাবাহিক টিউটোরিয়াল আছে সেটা দেখে খুব সহজেই চালানো সম্ভব। এটার জন্য কোন প্রকার ট্রেনিং আগে থেকে লাগে না।
আমাদের সফটওয়্যার নিজস্ব ভাবে তৈরি করা তাই সিকিউরিটি দেওয়া আছে কিন্তু আপনি যদি কাউকে পাসওয়ার্ড শেয়ার করেন সেক্ষেত্রে ওয়েব বাজার বিডি দায়ী নয়।
শুধুমাত্র ১ ক্লিক করে আপনি সমস্ত ডাটা কম্পিউটার বা ইমেইলে ব্যাকাপ নিতে পারবেন।
না, আমরা সারা বাংলাদেশে অনলাইনে সফটওয়্যার দিচ্ছি, বাকীতে কোন প্রকার সফটওয়্যার দেওয়া হয় না। আপনি আমাদের প্রতিষ্ঠান সর্ম্পকে যাছাই বাছাই করে তারপর লেনদেন করুন। আমাদের প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দীর্ঘদিন যাবৎ কম্পিউটার ট্রেনিং সেবা দিয়ে আসতেছি। আমাদের https://webbazarbd.com/about-us.html লিংক থেকে সব জেনে তারপর সফটওয়্যার নিতে পারেন ইনশ্যাল্লাহ।
না, আমাদের সফটওয়্যার নিজস্ব তৈরি করা তাই সবচেয়ে কম মুল্যে এককালীন ফি নিয়েই দিচ্ছি এবং ফুল প্যাকেজ সব কিছু থাকতেছে এই সফটওয়্যারে- আর মাসিক, বাৎসরিক কোন ফি নেই আনলিমিটেড ছাত্র/ছাত্রী ভর্তি করাতে পারবেন। বুঝতে অসুবিধা হলে ফোন করতে পারেন: ০১৭১৭ ৪৫২৭৬৪
জি আপনি সফটওয়্যারের লগো, ব্যানার, নাম পরিবর্তন করতে পারবেন। এছাড়াও সকল তথ্য পরিবর্তন করতে পারবেন।
জি আছে, সব প্রতিষ্ঠানের কোন না কোন নিয়ম কানুন থাকে, আমাদের ওয়েব বাজার বিডির কিছু শর্তাবলী আছে- নিচে দেখুন Terms And Conditions এখানে ক্লিক করুন সব কিছু দেখে বুঝে তারপর সফটওয়্যার। ধন্যবাদ