মসজিদ ম্যানেজমেন্ট সফটওয়্যার

আসুন সফটওয়্যার সর্ম্পকে কিছু বিষয় জানা দরকার-

মসজিদ ম্যানেজমেন্ট সফটওয়্যারটি পরিচালনা করার জন্য লাইফ টাইম আপনার জামে মসজিদটি আপনার মত করে সাজানোর জন্য, সময় কম ও ডিজিটাল মুখী করার জন্য  এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন। বর্তমান সময়ে বেশির ভাগ মসজিদ গুলোতে এই টাকা নিয়েই ঝামেলা তাই এই পরিকল্পনা- আল্লাহ যেন সবাইকে বুঝদান করুক আমিন। যদি ডেমো দেখে আপনার পছন্দ হয় তাহলে আপনার নিজস্ব ডোমিন ও হোষ্টিং এ চালাতে পারবেন,  তাই ১০০% নিরাপত্তার সহিত ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি ভাল ভাবে বোঝার জন্য আপনি মেনু থেকে টিউটোরিয়াল দেখুন  ইউটিউব বা ভিডিও লিংক আছে সেখান থেকে আগে দেখে নিন।

 

এই সফটওয়্যারে আপনি কি কি সুবিধা পাবেন নিম্নে এর বিস্তারিত বর্ণনা দেওয়া হল সেগুলো ভাল ভাবে বুঝে পরে অর্ডার করুন।

সুবিধা সমূহ:

মোবাইলে বা কম্পিউটার ডেস্কটপে একটা সুন্দর ড্যাসবোড পাবে- যেখানে প্রতিদিনের ব্যাংক হিসাব, আয়-ব্যয়ের হিসাব ইত্যাদি
মোবাইল অ্যাপ সুবিধা চাইলে নিতে পারবেন
অনলাইনে সদস্য নিবন্ধন করার প্রক্রিয়া
সদস্য নিবন্দন হওয়ার সাথে সাথে এসএমএস/ চাঁদা আদায় করার সাথে সাথে ডিজিটাল ভাইচার ও তার মোবাইলে সাথে এসএমএস
কমিটির আলাদা লিষ্ট- অটো sms সিস্টেম
তারিখ থেকে তারিখ/মাস/দিন/বছর ক্যাটাগরি /সদস্য নাম্বার / মোবাইল ইত্যাদি দিয়ে টেনজেকশন ও কত কালেকশন
দৈনিক আয় ব্যয় হিসাব- ( দৈনিক/মাসিক/বাৎসারিক/ তারিখ/সাল/ক্যাটাগরি/ইত্যাদি নিদিষ্ট সদস্যের হিসাব দেখা যাবে।)
দৈনিক ব্যাকআপ - নিশ্চিতে ডাটা সুরক্ষা থাকবে
সফটওয়্যার সম্পূর্ণ এখনো কমপ্লিট হয় নাই- কাজ চলছে.......

🎧

সকাল ১০টা থেকে রাত ৯টা পযর্ন্ত (শুক্রবার বন্ধ) টেকনিক্যাল সাপোর্ট
Play Video
📣 বি:দ্র: প্রিয় গ্রাহক অপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- ২৫০০/- টাকার মধ্যে এই সমস্তু সার্ভিস থাকবে না।

১। মোবাইল অ্যাপ

 

📣 যদি আপনি সমস্ত সার্ভিস নিতে চান সেক্ষেত্রে সব মোট খরচ হবে ৯০০০/- টাকা   তাই কেনার আগে দেখে শুনে পড়ে নিন। 

১। আপনার ডোমিন হোষ্টিং থাকতে হবে

২। আপনার ডোমিন এর পাসে সাব ফ্লোডার কারে আপনাকে সফটওয়্যার নিতে হবে অথবা মেইন ডোমিনে নিতে পারবেন।

৩। আমাদের নিজস্ব সফটওয়্যার রো পিএইচপিতে করা ।

৪। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি অগ্রিম কিছু টাকা প্রদান করলে ওয়েব বাজার বিডি আপনাকে এক থেকে দুই দিনের মধ্যে সফটওয়্যার আপনার প্রতিষ্ঠানের নামে রেডি করে আপনাকে ডেমো দেখাবে এবং আপনি সম্পুর্ণ টাকা পরিশোধ করার পর আপনার সাইটে বা সিপ্যানেলে দিয়ে দেওয়া হবে।

*********************************

আপনি যদি সফটওয়্যার নিতে আগ্রহী তাহলে এগুলো পাঠাতে হবে।

১। আপনার মসজিদের নাম

২। লগো যদি থাকে

৩। পূর্ণ ঠিকানা+ পোষ্ট কোড

৪। মসজিদের বা ব্যক্তির মোবাইল নাম্বার

৬। ডোমিন নাম

ওয়েব বাজার বিডি থেকে ডেমো দেখুন- এরপর আপনার কোন জিজ্ঞাসা থাকলে সেটাও জেনে নিতে পারেন। তারপর সফটওয়্যার নিন। আমরা আপনার প্রতিষ্ঠানের জন্য – লগো, ব্যানার সমস্ত পরিবর্তন করে দিয়ে দিবো। কিন্তু নতুন কোন আইটাম যোগ বা পরিবর্তন করা যাবে না। * হ্যাঁ-  যদি এমন হয় সফটওয়্যার নেওয়ার পর কোন বানান, কোন সমস্যা সেগুলো ঠিক করে হবে। আর কাষ্টম ডিজাইন- বা আইটাম যোগ করলে সেটা সাথে সাথে হবে না। সময় সাপেক্ষে আলাপ আলোচনার মাধ্যমে- স্বল্প কিছু ফি দিয়ে করে নিতে হবে। 

*** উত্তর-১:  প্রতি বছর কোন ফি দিতে হবে না। আনলিমিটেড ব্যবহার করতে পারবেন।

*** উত্তর-২: একটি প্রতিষ্ঠানের জন্য নিলে একটির ফি দিতে হবে- একাধিক প্রতিষ্ঠানের জন্য নিলে আলাপ করুন।

*** উত্তর-৩: ডোমিন ইউআরএল পরিবর্তন ফি: আলাপ করে।

*** উত্তর-৪: ছোট কোন কিছু পরিবর্তন করলে- সমস্যা হলে সেটা পরিবর্তন বা আপডেট করার জন্য ফি নেওয়া হয় না।

*** উত্তর-৫: বড় ধরনের বা আলাদা একটা সেকশন তৈরি করা হলে সেটা আপনার ভাল লাগলে আপডেট স্বল্প মূল্য দিয়ে করে নিতে হবে। 

*** উত্তর-৬: অফারে সফটওয়্যার নিলে- এসএমএস কনফিগারেশন করার জন্য আলাদা ২০০/- টাকা লাগবে। 

*** উত্তর- ৭: মসজিদের ডোমিন+হোষ্টিং না থাকলে আমার হোষ্টিং সার্ভিস প্রতিবছর ১০০০টাকা দিতে হবে। 

Call & Whats App : 01717 45 27 64
Email: webbazarbd24@gmail.com