Refund Policy
Refunds Policy
যদি ভুল বসত আপনি অনলাইনে কোন প্রোডাক্ট অর্ডার করেন সেটা যদি ২৪ ঘন্টার মধ্যে ওয়েববাজার বিডির ইমেইলে অভিযোগ জানান তাহলে অবশ্যই আপনি টাকা রিফান্ড পাবেন।
যেকোনো ডিজিটাল প্রোডাক্ট যদি রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই সফটওয়্যার বা ওয়েবসাইট/ থিম টাকা রিফান্ড করা হবে না।
এস.এম.এস এর টাকা পাঠানোর পর যদি সেটা রিচার্জ করা না হয় তবে সে টাকা রিফান্ড পাবেন।
ডোমিন ও হোস্টিং এ কোন মানিব্যাক গ্যারান্টি নেই।
যদি আমাদের টার্মস না মানার কারণে আপনার সার্ভিস ক্যানসেল/ সাসপেন্ড /টার্মিনেট করে দেওয়া হয় তাহলে এটার জন্য কোনো রিফান্ড গ্রহণ যোগ্য হবে না।
সফটওয়্যার ক্রয় করার সময় যে ইমেইল আইডি দিয়েছেন সেটা ব্যতীত অন্য কোনও ইমেইল থেকে রিকোয়েস্ট করলে গ্রহণ করা হবে না।
সফটওয়্যার কেনার আগে অবশ্যই টার্ম এন্ড কন্ডিশন দেখে নিবেন।