স্কুল ম্যানেজমেন্ট সফটওয্যার আপডেট ভার্সন মাসিক বাৎসরিক ও হিডেন ফি নেই
স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি পরিচালনা করার জন্য লাইফ টাইম আপনার স্কুলকে আপনার মত করে সাজানোর জন্য, কম সময় ও ডিজিটাল মুখী করার জন্য সফটওয়্যারটি আপনার প্রয়োজন। এক সফটওয়্যার দিয়ে সব কাজ হবে ইনশ্যাল্লাহ | Price 12500 BDT
ওয়েব বাজার বিডি থেকে উদ্যোক্তা তৈরি ও স্বল্প মূল্যে ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সল্প সময়ে প্রতিষ্ঠানের সকল কাজ দ্রুত করা যায় এমন একটি সফটওয়্যার তুলে দেওয়ার চেষ্টা ও অঙ্গীকারবদ্ধ ।
আসসালামু আলাইকুম- দেখুন ফুল দাম যে দেওয়া থাকবে সেটার উপর কিছু কম নেওয়া যাবে। যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভাল না থাকে আপনার প্রতিষ্ঠানের। আর যখন অফার থাকবে তখন দাম কম হবে না। কারন আমরা ভেবে চিন্তে লাইভ টাইম সার্পোটের কথা চিন্তা করে কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের ওয়েব বাজার বিডির নিজস্ব সফটওয়্যার তাই এটি অন্য কোথায় পাবেন না হয়তো এটার চেয়ে ভাল পাবেন কিন্তু এটা না। তাই কোথাও থেকে কিনে আপনাকে দিচ্ছি না। আমাদের সর্ম্পকে জেনে বুঝে তারপর সফটওয়্যার নিন
কেন আপনি এই সফটওয়্যার নিবেন?
১. অনলাইনে ভর্তি প্রক্রিয়া
১. অনলাইনে আপনার মত করে সিস্টমে চালু করতে পারবেন এই সফটওয়্যার ভর্তির সময় ফি নির্ধারণ করে দিতে পারবেন যেটা পেমেট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে যেমন বিকাস/নগদ ইত্যাদির মাধ্যমে।
২. ভর্তি পেনডিং সিস্টেম
২. এখানে ছাত্র/ছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে ভর্তি ফরম পুরন করলে সেটা পেনডিং লিষ্টে থাকবে। আপনি যাছাই বাছাই করে অ্যাপরোফ করার বা অনুমোদন দেওয়ার সিস্টেম আছে।
৩. ভর্তির আবেদন সম্পূর্ণ করার সাথে সাথে
৩. ভর্তির আবেদন সম্পূর্ণ করার সাথে সাথে ইমেইলে অথবা মোবাইলে সাকসেস একটি ম্যাসেজ যাবে তার সাথে পবে এডমিশন আইডি যেটা টেম্পারিয়ারি
৪. ভর্তি অ্যাপরোফ
৪. ভর্তি অ্যাপরোফ বা অনুমোদন করার সাথে সাথে তার মোবাইলে একটি এসএমএস যাবে যেটা সে বুঝতে পারবে সে প্রতিষ্ঠানে যোগ্য হিসাবে ভর্তি সম্পূর্ণ হয়েছে।
৫. ভর্তির আবেদন সময় নির্ধারণ
৫. ভর্তির আবেদন সময় নির্ধারণ করা থাকবে সেই সময় অনুযায়ী ছাত্র/ছাত্রী ভর্তি হতে পারবে এবং যখন সময় শেষ হবে তখন অটো মেটিক আবেদন অফ হবে।
৬. ভর্তি ফরমে পেমেট সিস্টেম
৬. ভর্তি ফরমে পেমেট সিস্টেম, আপনি চাইলে অটো পেমেট সিস্টেম চালু করতে পারবেন যখন খুশি তখন, না চাইলে অফ করতে পারবেন, যার কারণে শিক্ষার্থী যে কোন জায়গা থেকে ফরম পুরণ করে ভর্তি ফি পরিশোধ না করলে ফরম ডাউনলোড হবে না। সাথে নির্ধারিত সময় বেধে দিতে পারবেন ঐ সময়ের মধ্যে ডাউনলোড করতে না পারলে সেটি অটো ডিলেট হয়ে যাবে। সংক্রিয় ভাবে।
৭. মেকারিজম সিস্টেম
৭. মেকারিজম সিস্টেম, যদি কোন ছাত্র/ছাত্রী ভর্তি ফরম পুরন করার পর হঠাৎ তারকাছে টাকা কম আছে সেক্ষে তার ইউজার আইডি দিয়ে ২৪ ঘন্টার মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে ঐ ফরমটি আবার পেমেট করে ডাউনলোড করতে পারবে। পেমেট করার পর যদি চায় আবার সেই ফরমটি ডাউললোড করতে পারবে।
৮. ভর্তি প্রক্রিয়ার একটা হিসাব
৮. ভর্তি প্রক্রিয়ার একটা হিসাব, আলদা থাকবে সেটার প্রিন্ট কপি, কবে কখন কোন ক্লাস অ্যাডভান্সড ফিল্টারিং এর মাধ্যমে সেটার হিসাব নিকাস দেখতে পারবে নির্ভুল ভাবে।
৯. ভর্তি হওয়ার সাথে সাথে, আইডি কার্ড
৯. ভর্তি হওয়ার সাথে সাথে, আইডি কার্ড, তৈরি হয়ে যাবে, ১০টির বেশি আইডি কার্ড ডিজাইন আছে, সেটা থেকে বেচে নিতে পারবেন আপনার পছন্দের স্টুডেন্ট আইডি কার্ড
১০. শিক্ষক আইডি কার্ড তৈরি
১০. শিক্ষক আইডি কার্ড তৈরি, শিক্ষক রেজিষ্ট্রেশন করার সাথে সাথে শিক্ষক আইডি কার্ড তৈরি হয়ে যাবে।
১১. স্টাপ আইডি কার্ড
১১. স্টাপ আইডি কার্ড, স্টাপ রেজিস্ট্রেশন করার সাথে সাথে আইডি কার্ড তৈরি হয়ে যাবে।
১২. স্টুডেন্ট ভর্তি ফরম ডিজাইন
১২. স্টুডেন্ট ভর্তি ফরম ডিজাইন টেমপ্লেট রেডি করা আছে, আপনি চাইলে কালার, ফরমের হেড ইত্যাদি পরিবর্তন করে খুব সহজে আপলোড করতে বা পরিবর্তন করতে পারবেন।
১৩. ভর্তি ফরম মোবাইল দিয়ে-
১৩. ভর্তি ফরম মোবাইল দিয়ে- পুরন করা যাবে সাথে পিডিএফ ডাউনলোড করার নিয়ম আছে মোবাইলে।
১৪. ক্লাস রুটিন তৈরি করতে পারবেন
১৪. ক্লাস রুটিন তৈরি করতে পারবেন- কোন শিক্ষক ক্লাস নিবেন- কোন রুমে- কতটার সময় ইত্যাদি
১৬. এডমিন লগিন- সুপার এডমিন লগিন ব্যবস্থা সব কিছু থাকবে তার কাছে কন্টোল, যাকে যেটা পারমিশন দিবে শুধু সেটা দেখবে এবং কাজ করতে পারবে।
১৭. ইউজার প্যানেল-
১৭. ইউজার প্যানেল- ভিন্ন ভিন্ন সিস্টেম ভিডিও বা বাস্তবে না দেখলে বোঝানো যাবে না, যেমন ইচ্ছা ইউজার তৈরি করতে পারবেন।
১৮. শিক্ষক প্যানেল-
১৮. শিক্ষক প্যানেল- এখানে শিক্ষক তার ইচ্ছা মত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে তার ছাত্র/ছাত্রীদের কন্টোল করতে পারবে। সাবজেক্ট অনুযায়ী মার্ক ইনপুট করতে পারবে। আরো অনেক কিছু
১৯. স্টুডেন্ট প্যানেল- ছাত্র-ছাত্রী
১৯. স্টুডেন্ট প্যানেল- ছাত্র-ছাত্রী, তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করে অনেক কাজ করতে পারবেন যেমন, যে কোন ফি পরিশোধ করতে পারবে ইন্টারনেট এর মাধ্যমে- নোটিশ দেখা, ক্লাসের সময়সূচী, পরীক্ষার রেজাল্ট, ইত্যাদি।
২০. লগিন প্যানেলের সুবিধা সমূহ
২০. লগিন প্যানেলের সুবিধা সমূহ- এডমিন বা ইউজার যে কোন মুহুতে পাসওয়ার্ড ইউজার আইডি ভুলে গেলে রিসেট করতে পারবে খুব সহজে।
২১. অটিপি সিস্টেম- লগিন
২১. অটিপি সিস্টেম- লগিন, সিকিউরিটির জন্য আপনি এডমিন থেকে সব কিছু ডায়নামিক ভাবে অটিপি সেট করতে পারবেন ইমেইল অথবা মোবাইলের মাধ্যেম অটিপি নিতে পারবে খুব সহজে।
২২. ভর্তি আবেদনের টাইম সেট
২২. ভর্তি আবেদনের টাইম সেট, করা খুব সহজে করতে পারবেন শুরু- শেষ অটো সিস্টেম ।
২৩. ডাসবোর্ডে সার্চ অ্যাডভান্স-
২৩. ডাসবোর্ডে সার্চ অ্যাডভান্স- ফিল্টার করা আছে, শুধু মোবাইল নাম্বার সার্চ দিয়ে ঐ ছাত্র/ছাত্রীর সকল তথ্য চেক করতে পারবেন।
২৪. ডিজিটাল হাজির-
২৪. ডিজিটাল হাজির- ছাত্র/ছাত্রীদের মোবাইল ফোনের মাধ্যেম প্রতিটি ক্লাসে ডিজিটাল হাজিরা এক ক্লিকে নিতে পারবেন- সাথে অভিভাবকের মোবাইল এস.এমএস দিতে পারবেন। মাসিক রিপোট, স্টুডেন্ট একক রিপোট সকল রিপোট বাৎসরিক রিপোট ইত্যাদি।
২৫. এডমিট কার্ড- প্রকিয়া-
২৫. এডমিট কার্ড- প্রকিয়া- স্কুল/কলেজ/মাদ্রাসার/ কোচিং সেন্টার ইত্যাদি সবার জন্য প্রবেশপত্র তৈরি করার জন্য এই সফটওয়্যার অনেক কাজের ৪টি ভিন্নি ডিজাইনের প্রবেশপত্র টেমপ্লেট আছে আপনি যেটা খুশি নিতে পারেন।
২৬. প্রশংসাপত্র ফরমেট ৩টি-
২৬. প্রশংসাপত্র ফরমেট ৩টি- বাংলা ইংরেজিতে করা আপনার যেটা পছন্দ আপনি ব্যবহার করতে পারেন।
২৭. সার্টিফিকেট-
২৭. সার্টিফিকেট- ছাত্র/ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষন শেষে অটো সাটিফিকেট দিতে পারেন প্রতিষ্ঠান থেকে বা যে কোন একটা ইভেন্টের সনদপত্র
২৮. রেজাল্ট তৈরি-১ মেরিট
২৮. রেজাল্ট তৈরি-১ গড় পদ্ধতিতে মোট নাম্বার উপর মেরিট তালিকা প্রিন্ট
৩০. রেজাল্ট তৈরি-৩ টেবিলেশনসিট, ছাত্র-ছাত্রীর সাবজেক্ট প্রতি টেবিলেশন সিট তৈরি কত সাবজেক্টে ফেল কোন সাবজেক্টে কত নাম্বার ইত্যাদি।
৩১. প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি-
৩১. প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি- ছাত্র/ছাত্রীদের সকল পরীক্ষার একটা গড় পদ্ধতিতে চুড়ান্ত রিপোর্ট কার্ড তৈরি সিস্টেম
৩২. গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট তৈরি
৩২. গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট তৈরি- আপনি খুব সহজে নিজে নিজে গ্রেডিং তৈরি করতে পারবেন।
৩৩. মার্ক ইনপুট- শিক্ষক/এডমিন
৩৩. মার্ক ইনপুট- শিক্ষক/এডমিন- সাবজেক্ট প্রতি শিক্ষক লগিন করে এক সাথে সকল শিক্ষার্থীর মার্ক ইনপুট করতে পারবে।
৩৪, ক্লাস টেস্ট পরীক্ষা
৩৪, ক্লাস টেস্ট পরীক্ষা- এই সফটওয়্যরের মাধ্যমে ক্লাস টেস্ট পরীক্ষার সিস্টেম তৈরি করা হয়েছে নিদিষ্ট মার্ক, মোট মার্ক , সর্বচ্চ মার্ক কে পেয়েছে ইত্যাদি এটি শিক্ষক লগিন করে নিজেই মাক ইনপুট করতে পারবে।
৩৫. ক্লাস টেস্ট এস.এম.এস
৩৫. ক্লাস টেস্ট এস.এম.এস রেজাল্টের জন্য এস.এম.এস ও স্টুডেন্ট প্যানেলে ডুকে দেখতে পারবে খুব সহজে। এক সাথে এস.এম.এস মাধ্যমে সকলকে পাঠাতে পারবে।
৩৬. এস.এম.এস পাঠানো-
৩৬. এস.এম.এস পাঠানো- প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে যেটা খুব দরকার যেমন – জরুরি ভিক্তিতে ম্যাসেজ দেওয়া সেটা আপনি কাঙ্খিত ব্যক্তির কাছে এস.এম.এস পাঠাতে পারবেন সেটা হোক কাষ্টমাইজ বা নির্দিষ্ট ক্লাসে বা একজন ব্যক্তিকে ইত্যাদি ভাবে দিতে পারবেন । এটার জন্য আর লিখতে পারবো না।
৩৭. সকল রেজাল্টের পৃথক এস.এমএস
৩৭. সকল রেজাল্টের পৃথক এস.এমএস- এক সাথে বোর্ড রেজাল্ট এস.এম.এস এর মাধ্যমে মোবাইলে পাঠাতে পারবেন।
৩৮. ডায়নামিক ফলাফল- বোর্ড সিস্টেম
৩৮. ডায়নামিক ফলাফল- বোর্ড সিস্টেম- বোর্ড সিস্টেমের মত যে কোন জায়গা থেকে রেজাল্ট দেখা যাবে ইন্টারনেটের মাধ্যমে চাইলে প্রিন্ট করতে পারবে।
৩৯. লগো, ব্যানার, এডমিশন ফরম ডায়
৩৯. লগো, ব্যানার, এডমিশন ফরম ডায়নামিক ভাবে দেওয়া আছে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন।
৪০. কিউ আর কোড জেনারেট
৪০. কিউ আর কোড জেনারেট- শিক্ষক/ছাত্র/ইউজার/স্টাপ কিউআর কোর্ড অটো জেনারেট করতে পারবেন সেটা আবার আইডি কার্ড সো করা যায়।
৪১. ইউজার আইডি পাসওয়ার্ড
৪১. ইউজার আইডি পাসওয়ার্ড- শিক্ষক/স্টাপ/স্টুডেন্ট দ্রুত এসএমএস এর মাধ্যমে পৃথক পৃথক অটো এসএমএস পাঠানো যায়।
৪২. শিক্ষক রেজি ফরম ডায়নামিক
৪২. শিক্ষক রেজি ফরম ডায়নামিক ও ভিউ ফরম প্রিন্ট বায়ো ডাটা অনেক ভাল মানের করা হয়েছে।
৪৩. নোটিফিকেশন এড সিস্টেম
৪৩. নোটিফিকেশন এড সিস্টেম- কোন কিছু মনে না থাকলে সেটার জন্য নোটিফিকেশন বক্স করা হয়েছে।
৪৪. নোটিশ ফ্রি-তে-
৪৪. নোটিশ ফ্রি-তে- সকল ইউজারদের জন্য ডাসবোর্ডে অটো ভাবে নোটিশ পাঠাতে পারবেন অ্যাডভান্সড ফিল্টারিং এর মাধ্যমে।
৪৫. প্রোমোশন-
৪৫. প্রোমোশন- ছাত্র/ছাত্রীদের অটো এক ক্লাস থেকে অন ক্লাসে সকল ছাত্র/ছাত্রীকে অটো প্রোমোশন করা যাবে- সেক্ষেত্রে কোন স্টুডেন্ট ফেল করলে বা যোগ্যতা না থাকলে তাকে ঐ ক্লাসে রাখা যাবে।
৪৬. ভিজিটর প্রোটাল-
৪৬. ভিজিটর প্রোটাল- থেকে কি বিষয়ে আপনার প্রতিষ্ঠানে এসেছিল তার বর্ণনা দিয়ে নোট করে রাখতে পারবেন এবং এস.এমএস দিতে পারবেন।
৪৭. ইএসএফ সিস্টেম-
৪৭. ইএসএফ সিস্টেম- আপনার প্রতিষ্ঠানে চুড়ান্ত পরীক্ষার জন্য যে সকল স্টুডেন্ট আছে তার তালিকা তৈরি করতে পারবেন এবং এস.এম.এস ও দিতে পারবেন।
৪৮. ব্যাকাপ-
৪৮. ব্যাকাপ- আপনার মুল্যবান তথ্য যাতে হারিয়ে না জায় সেজন্য ব্যাকাপ সিস্টেম চালু আছে চাইলে এক ক্লিকে মেইলে নিতে পারবেন। ধন্যবাদ
৪৯. সুইচ এডমিশন চালু আছে
৪৯. সুইচ এডমিশন চালু আছে- ভর্তি বন্ধ নোটিশ সুইচ
৫০. পেমেট সিস্টেম- আয়-ব্যয় হিসাব
৫০. পেমেট সিস্টেম- আয়-ব্যয় হিসাব- এখানে এত অ্যাডভান্সড লেভেলের আয় ব্যয় হিসাব করা হয়েচে যেটার বর্ণনা দিলে অনেক সময় লাগবে একটি প্রতিষ্ঠানের যাবতীয় আয়- ব্যয় -ব্যাংক হিসাব ইত্যাদি এখানে আছে দেখলে বুঝতে পারবেন।
৫১. পেমেট সিস্টেম- ২
৫১. পেমেট সিস্টেম- ২ প্রতিটি পেমেটর জন্য আলাদা আলাদা ভাউচার ডায়নামিক
৫৩. পেমেট সিস্টেম- ৩
৫৩. পেমেট সিস্টেম- ৩ বাকীর তালিকা প্রিন্ট সব চেয়ে বড় ব্যাপার হল ফিল্টারিং অ্যাডভান্সড সিস্টেম
৫৪. পেমেট সিস্টেম- ৪
৫৪. পেমেট সিস্টেম- ৪ এই সফটওয়্যার মাধ্যমে আয়ের উপর জাকাত দিতে পারবেন ।
৫৫. পেমেট সিস্টেম- ৫
৫৫. পেমেট সিস্টেম- ৫ এর মাধ্যমে ট্রাক্স দিতে পারবেন।
৫৬. পেমেট সিস্টেম- ৬
৫৬. পেমেট সিস্টেম- ৬ এর মাধ্যমে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের উপর নিদির্ষ্ট সময় অন্তর- ভাগ বন্টন সিস্টেম মানে শেয়ার হোল্ডারের সিস্টেম
৫৭. পেমেট সিস্টেম- ৭
৫৭. পেমেট সিস্টেম- ৭ ডোনার সিস্টেম- মনে করুন প্রতিষ্ঠানে অনেকে আছে দান করে সেটার একটা হিসাব
৫৮. পেমেট সিস্টেম- ৮
৫৮. পেমেট সিস্টেম- ৮ শিক্ষক বেতন/ স্টাপ বেতন হিসাব নিকাস
৫৯. পেমেট সিস্টেম- ৯
৫৯. পেমেট সিস্টেম- ৯ বিকাস নগদ ইত্যাদির মাধ্যমে ছাত্র/ছাত্রী টাকা দিলে সেটার রিফান সিস্টেম আছে।
৬০. পেমেট সিস্টেম- ১০
৬০. পেমেট সিস্টেম- ১০ ছাত্র/ছাত্রী এমন প্রতিষ্ঠানের বাকীর লোকদের এস.এমএস হিসাব নিকাস তালিক প্রিন্ট ইত্যাদি।
সফটওয়্যার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
*** সফটওয়্যারের কি এক দাম?
আসসালামু আলাইকুম- দেখুন ফুল দাম যে দেওয়া থাকবে সেটার উপর কিছু কম নেওয়া যাবে। যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভাল না থাকে আপনার প্রতিষ্ঠানের। আর যখন অফার থাকবে তখন দাম কম হবে না। কারন আমরা ভেবে চিন্তে লাইভ টাইম সার্পোটের কথা চিন্তা করে কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের ওয়েব বাজার বিডির নিজস্ব সফটওয়্যার তাই এটি অন্য কোথায় পাবেন না হয়তো এটার চেয়ে ভাল পাবেন কিন্তু এটা না। তাই কোথাও থেকে কিনে আপনাকে দিচ্ছি না। আমাদের সর্ম্পকে জেনে বুঝে তারপর সফটওয়্যার নিন
সফটওয়্যার নিলে কি ডোমিন হোষ্টিং লাগবে?
আপনি কি অনলাইন না অফলাইনে চালাবেন! সেটার উপর ভিক্তি করে ডোমিন হোষ্টিং লাগবে। যদি অনলাইনে সফটওয়্যার চালাতে চান সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নামে অবশ্যই ডোমিন ও হোষ্টিং লাগবে। আর অফ লাইনে চালাতে লাগবে না।
ডোমিন হোষ্টিং খরচ কত?
ভাল মানের ডোমিন হোষ্টিং আপনি নিজে কিনে দিতে পারেন- 1. https://www.webbazarhost.com 2. https://www.dhakawebhost.com/ 3. https://www.namecheap.com/ আপনার আগে কেনা থাকলে সফটওয়্যার সেটআপ করে দিতে পারবো ইনশ্যাল্লাহ। আমাদের মাধ্যমে কিনতে পারেন। সেটা আলোচনার মাধ্যমে ।
আমি কি একাধিক প্রতিষ্ঠানে এই সফটওয়্যার ব্যবহার করতে পারবো?
না, একটি প্রতিষ্ঠানের জন্য লাইন্সেস নিলে একটি প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে। একাধিক প্রতিষ্ঠানের জন্য আলোচনা করে নিতে পারেন।
সফটওয়্যার নিলে মাসিক বৎসরিক কোন খরচ আছে?
না, আমরা শুধু এককালীন ফি নিয়েই সফটওয়্যার দিচ্ছি লাইভ টাইম, আর কোন খরচ নেই।
সফটওয়্যার নিলে সাপোর্ট কত দিন পাবো?
দেখুন আমাদের সফটওয়্যার নিলে তেমন কোন সমস্যা হয় না। তারপরও যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ফ্রিতে সেবা পাবেন ইনশ্যাল্লাহ।
সাপোট কিভাবে পাবো?
যেহেতু আমরা সারা বাংলাদেশে সফটওয়্যার অনলাইনের মাধ্যমে দিয়ে আসতেছি। সেক্ষেত্রে আপনি টিম ভিউয়ার, গুগল মিট, এ্যানিডেস্ক ইত্যাদির মাধ্যমে সাপোর্ট পাবেন। ইনশ্যাল্লাহ।
সফটওয়্যার নিলে চালাবো কেমন করে?
আমাদের সফটওয়্যার ধারাবাহিক টিউটোরিয়াল আছে সেটা দেখে খুব সহজেই চালানো সম্ভব। এটার জন্য কোন প্রকার ট্রেনিং আগে থেকে লাগে না।
সফটওয়্যার তথ্য হারিয়ে যাবে নাতো?
আমাদের সফটওয়্যার নিজস্ব ভাবে তৈরি করা তাই সিকিউরিটি দেওয়া আছে কিন্তু আপনি যদি কাউকে পাসওয়ার্ড শেয়ার করেন সেক্ষেত্রে ওয়েব বাজার বিডি দায়ী নয়।
সফটওয়্যার ব্যাকাপ কিভাবে থাকবে?
শুধুমাত্র ১ ক্লিক করে আপনি সমস্ত ডাটা কম্পিউটার বা ইমেইলে ব্যাকাপ নিতে পারবেন।
আগে সফটওয়্যার নিবো পরে টাকা দিবো?
না, আমরা সারা বাংলাদেশে অনলাইনে সফটওয়্যার দিচ্ছি, বাকীতে কোন প্রকার সফটওয়্যার দেওয়া হয় না। আপনি আমাদের প্রতিষ্ঠান সর্ম্পকে যাছাই বাছাই করে তারপর লেনদেন করুন। আমাদের প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দীর্ঘদিন যাবৎ কম্পিউটার ট্রেনিং সেবা দিয়ে আসতেছি। আমাদের https://webbazarbd.com/about-us.html লিংক থেকে সব জেনে তারপর সফটওয়্যার নিতে পারেন ইনশ্যাল্লাহ।
কিস্তিতে কি সফটওয়্যার বিক্রি করা হয়?
না, আমাদের সফটওয়্যার নিজস্ব তৈরি করা তাই সবচেয়ে কম মুল্যে এককালীন ফি নিয়েই দিচ্ছি এবং ফুল প্যাকেজ সব কিছু থাকতেছে এই সফটওয়্যারে- আর মাসিক, বাৎসরিক কোন ফি নেই আনলিমিটেড ছাত্র/ছাত্রী ভর্তি করাতে পারবেন। বুঝতে অসুবিধা হলে ফোন করতে পারেন: ০১৭১৭ ৪৫২৭৬৪
সফটওয়্যার নিলে নিজেই কি লগো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা যাবে?
জি আপনি সফটওয়্যারের লগো, ব্যানার, নাম পরিবর্তন করতে পারবেন। এছাড়াও সকল তথ্য পরিবর্তন করতে পারবেন।
সফটওয়্যার নিতে কোন শর্তাবলী আছে কি?
জি আছে, সব প্রতিষ্ঠানের কোন না কোন নিয়ম কানুন থাকে, আমাদের ওয়েব বাজার বিডির কিছু শর্তাবলী আছে- নিচে দেখুন Terms And Conditions এখানে ক্লিক করুন সব কিছু দেখে বুঝে তারপর সফটওয়্যার। ধন্যবাদ