ওয়েব সাইট, থিম, ম্যানেজমেন্ট সফটওয়্যার ও অ্যাপ কিছু শর্তসমূহ

tik

আপনি যে প্যাকেজ নিবেন সেটিই পাবেন।

tik

লগো, ব্যানার এক কথায় প্রতিষ্ঠানের নামে তৈরি করে দেওয়া হবে।

tik

একাধিক প্রতিষ্ঠানের জন্য আলোচনা করে নিতে পারেন।

tik

ডেমোতে যা আছে তাই পাবেন ইনশ্যাল্লাহ কিন্তু আপনি যে প্যাকেজ অর্ডার করবেন সেই অনুপাতে পাবেন।

tik

ডোমিন ইউআরএল পরিবর্তন করলে আলোচনার মাধ্যমে করতে হবে এবং সেটার জন্য খরচ আছে।

tik

সফটওয়্যার সিকিউরিটির জন্য আপডেট দিলে ফ্রিতে পাবেন ইনশ্যাল্লাহ কিন্তু বড় কোন আপডেট করলে সেটার জন্য সামান্য ফি দিতে হবে। এতে আপনার ক্ষতি নেই বরং আপনি নতুন একটা ফিচার যুক্ত হচ্ছে। তবে আপনার অনুমতি সাপেক্ষে দেওয়া হবে।

tik

কোন আইটাম, ডিজাইন, ফাংশন পরিবর্তন করতে চাইলে স্বল্প মূল্যে করতে হবে তাই বলে যখন তখন বললে আমরা করতে পারবো না কারন হাতে সময় থাকতে হবে নতুন একটা ফাংশন বা ডিজাইন তৈরি করতে আমাদের টিম সময় নিয়ে আপনার কাজটি রিসিভ করা হবে। না হলে আপনি যে সফটওয়্যার বা থিম নিয়েছে সেটাই চালাতে হবে।

tik

এসএমএস কনফিগারেশন করার জন্য অবশ্যই ১০০০/- ফি দিতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য। এই টাকাটি ফেরত হবে না। প্রতি sms পাঠালে খরচ হবে ২৫ পয়সা করে নন মাসকিংক, আর এপিআই বাধ্যতা মুলক ওয়েব বাজার বিডি থেকে নিতে হবে। না হলে sms পাঠাতে পারবেন না। আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র কালার কপি দিতে হবে। সময় লাগবে ২০দিন। প্রতিটি এস.এম.এস খরচ ২৫ পয়সা করে। এটি নন মাসকিং রেট- তবে ভবিষৎতে বাজার অনুপাতে প্রতিবছর রেট বৃদ্ধি করলে ওয়েব বাজার বিডি দায়ী থাকবে না। প্রতিষ্ঠান কর্তৃপক্ষে বিষয়টি মেনে নিতে হবে।
*** সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সফটওয়্যারে যে তৃতীয় বা থার্টপাটি এস.এম.এস কোম্পনীর সাথে চুক্তি ঐ কোম্পানী btrc license কৃত তাই দেখা গেল কোন কারণ কোম্পানী সার্ভিস বন্ধ হলে সেটি এস.এম.এস কোম্পানী দ্বায়ী থাকবে। এক্ষেত্রে যতদিন এস.এম.এস কোম্পানী চালুুুুুুুুুুুুুুুুু বা স্বচল হবে না ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে। তবে বেশি দেরি হলে দেখা যাবে যে আমরা নতুন একটি এস.এম.এস কোম্পানীর সাথে চুক্তিবন্ধ হবো তখন সার্ভিস আবার চালু হবে। অনথ্যায় এস.এম.এস বন্ধ থাকবে। এস.এম.এস এর জন্য আপনাকে সব নিম্নে রিচার্জ করতে হবে বিকাসে ৫০০ টাকা এর কম হবে না। অবশ্যই বিকাস সার্ভিস চার্জ যুক্ত করতে হবে। আমাদের পেমেট লিংক ওয়েব সাইটে আছে সেখান থেকে ইউজার আইডি রেফান্সে দিয়ে টাকা রিচার্জ করুন। ধন্যবাদ

tik

পেমেট গেটওয়ের জন্য কনফিগারেশন করতে ৬০০০/- ফি দিতে হবে। এটি ওয়েব বাজার বিডি কে দিতে তাই এ টাকা ফেরত হবে না। এক কালীন খরচ।

tik

ওয়েব বাজার বিডির সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে। যা ভবিষ্যতে প্রমাণ হিসাবে কাজ করবে।

tik

আমাদের সফটওয়্যারের সবচেয়ে গুরুতপূর্ণ শর্ত হলো যে ডোমিন আপনি দিবেন সেটাতে একটা আপনার ইচ্ছামত একটা ফ্লোডারে আমরা সফটওয়্যার দিবো এবং ডোমিনের সামনে কখনই www ব্যবহার করা যাবে না। কারণ (https://) Hypertext Transfer Protocol Secure সেটা থাকছে। এটা না বুঝলে করার কিছু নেই ইন্টারেটে সার্চ দিলে পাবেন। তবে এটা নিয়ে টেনশনের কিছুই নেই কোন প্রকার ক্ষতি নেই।

tik

ডাটা সুরক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা প্রতিষ্ঠানের জন্য গোপনিয়তা অত্যবশক সেটা মাথায় রেখে সফটওয়্যার তৈরি করা হয়েছে। তাই আপনি যখন কোন হোষ্টিং নিবেন তখন অবশ্যই ভাল মানের কোম্পানি দেখে নিবেন। যেমন - 1. https://www.dhakawebhost.com/ 2. https://www.namecheap.com/ 3. https://www.putulhost.com/ (দামে সস্তা কাজেও ভাল) এই কোম্পানী গুলো আমাদের সফটওয়্যার সাপোর্ট করে। এখন আপনার হোষ্টিং আগে থেকে কেনা থাকলে সেটা আমরা টেষ্ট করবো, যদি চলে তাহলে ঐখানেই সফটওয়্যার সেট করে দিবো। কিন্তু সাপোর্ট না করলে আপনাকে উপরের যেকোন একটা থেকে হোষ্টিং নিতে হবে। বাংলাদেশে অনেক হোষ্টিং কোম্পানি আছে যেটা শুধু উপরে চক চক কিন্তু ভিতরে কাজ নেই তাই -শুধু হোস্টিং নিলে হবে না, মান সম্মত নিতে হবে। যেহেতু প্রতিষ্ঠানের ব্যাপার, আর হোষ্টিং সাপোর্ট ভিতরে অনেক এক্সট্রেনশন আছে যে গুলো অনেক হোষ্টিং কোম্পানির নাই। তাই বিশ্বের সবচেয়ে ভাল মানের হোষ্টিং আছে যেটা আমাদের সফটওয়্যার সাপোর্ট করে যেমন: https://www.namecheap.com/ চাইলে সেখান থেকেও কিনতে পারেন। ধন্যবাদ আপনার মতামত জানাবেন

tik

সফটওয়্যার নেওয়ার পর, মনে করলেন যে আমি এখন পিতার নামের জায়গাটা বাদ দিবো, আর সে জায়গায় একটা নতুন তথ্য দিবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সামন্য ফি দিয়ে করতে হবে। সেটা সময় দিতে হবে। কাজ অনুপাতে নিম্নে আপনার ফি ৫০০/-

tik

Software & Theme Licenses - Every software & Theme from web bazaar BD has encrypted code. The database name cannot be changed after Buy the software. This is the condition of web bazar bd

প্রিয় গ্রাহক সফটওয়্যার ডেমো দেখার পর এবং সমস্ত ওয়েব বাজার বিডির নিয়ম মেনে সফটওয়্যার নিচ্ছেন তাই - পরবর্তীতে কোন প্রকার ঝামেলা করা যাবে না এবং টাকা ফেরত হবে না। আপনার ডোমিন হোষ্টিং সফটওয়্যার দেওয়ার আগে সমস্ত টাকা পরিশোধ করুন। আমরা যে সফটওয়্যার তৈরি করছি সেখানে কোন প্রকার আপডেট কাষ্টমাইজ করতে চাইলে সেটা ওয়েব বাজার বিডি থেকে করতে হবে। সেটা যদি ওয়েব বাজার বিডি ডেপলোপার সময় নিয়ে করে দেয় সেটা মানতে হবে না হলে আপনাকে ঐ সফটওয়্যারেই ব্যবহার করতে হবে। প্রতিটি কাষ্টমাইজ চার্জ দিতে হবে। সেটা পূবেই জমা দিতে হবে।